Skip to main content

এখন থেকে ১ টাকায় বিয়ার! খান যত খুশি…


শুনলে মনে হতেই পারে, এ নির্ঘাৎ ভুল খবর৷ কেউ ইচ্ছাকৃত রটিয়েছে৷ লোককে খালি ভুল পথে চালিত করার চেষ্টা৷ কিন্তু এমনটা আদতেও না৷ সত্যিই এমন হতে চলেছে৷ আর হতে চলেছে কলকাতায়৷ শহরের মোট ৮টি বারে পাওয়া যাবে ১ টাকায় বিয়ার৷

এই আটটি বার হল বাইকার্স ক্যাফে, টিএফও- দ্যা ফ্যাক্টরি আউটলেট, পুয়োর হাউস, ট্রাম ডিপো, তিসা, দ্যা ড্রাঙ্কেন মাঙ্কি, ওয়াল স্ট্রিট বার ও বার্নট গার্লিক৷ প্রতি সেকেন্ডে এখানে মিলবে ১ টাকার বিয়ার৷ তাও একদিন নয়৷ টানা তিন দিন৷ ২৬ থেকে ২৮ অক্টোবর৷ দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢালাও চলবে এই ১ টাকার বিয়ার৷ খান যত খুশি৷ শেষ হবে মধ্যরাতে৷

তবে এক্ষেত্রে আরও একটা কথা৷ আপনাকে কিন্তু আগে থেকে যে কোনও বারে টেবিল বুক করে যেতে হবে৷ তবে এর জন্য আগে থেকে একটি কানাকড়িও খরচ করতে হবে না৷ মানে প্রি-বুকিং ফি কিছু লাগবে না৷ শুধু নিজের নাম রেজিস্টার করাতে হবে৷ এর জন্য যেতে হবে আপনাকে।

Comments

Popular posts from this blog

ট্রেনের শেষে “X” চিহ্ন থাকে কেন,জানলে অবাক হবেন জানুন

আমরা প্রতিদিন নানান যানবাহনে যাতায়াত করি ।তাদের মধ্যে অন্যতম হল ট্রেন ।আর সেই ট্রেনে এমন কিছু থাকে তা আমরা লক্ষ করি না ।অনেকে ট্রেনের বগির শেষে নানান চিহ্ন করা থাকে আসলে এই চিহ্ন গুলি আসলে কি জন্যে দেওয়া থাকে ।এর আসল মানে কি তা আজ জেনে নিন।  ট্রেনের শেষে X চিহ্ন থাকে প্রায় সব ট্রেনের শেষে এই চিহ্ন থাকে , এই চিহ্ন লাল আর সাদা রঙের দিয়ে তৈরি করা হয় । আর আসল অর্থ হল যাতে সবাই বুঝতে পারে পুরো ট্রেনটি চলে গেছে ।যাতে ট্রেনের করমচারীরা বুঝতে পারে ট্রেনটি চলে গেছে । এই ছাড়াও ট্রেনের শেষে LV নামে একটা বোর্ড লাগানো হয় । এই বোর্ডের রঙ কালো আর সাদা কালি দিয়ে লেখা হয়ে থাকে । এই ফুল ফর্ম হল Last Vehicle তাঁর মানে হল শেষ ডিব্বা । এটা দেখার পর রেল কর্মচারীরা বুঝে যান ট্রেনের পুরো অংশ টি এসেছে কিনা ।যদি বোর্ড টি না দেখতে পায় তাহলে বুঝে নেন পুরো ট্রেনটি আসেনি তখনি তাঁর সেই নিয়ে কাজ শুরু করে দেন ।

এই ছবিতে কোথায় ইঁদুর লুকিয়ে আছে ,৭ লক্ষ মানুষ উত্তর দিতে পারেনি দেখুন

আমরা নানান প্রশ্নের উত্তর দিয়ে থাকি ।কখনও সহজ প্রশ্নের উত্তর কঠিন বলে মনে হয় । আবার কঠিন প্রশ্নের উত্তর সহজে আমরা দিয়ে দি ।কিন্তু আমরা কখন চেষ্টা করতে ছাড়িনা । সব সময় চেষ্টা করে যায় ।কিন্তু কখন যদি অনেক চেষ্টা করার পর কোন প্রশ্নের উত্তর দিয়ে দি ত্তখন মনে একটা অন্য রকম আনন্দ হয় ।মনে হয় আমি এবার সব কিছু সহজে পারব । .  হ্যাঁ যে চেষ্টা করে তাঁর সহজে হার হয় না , সেঠিক সঠিক উত্তর বার করে নেবেই ।কিছু প্রশ্ন থাকে চোখের পরীক্ষা আবার কিছু থাকে ব্রেনের পরীক্ষা নিজের মত করেতার উত্তর দিতে হয়, আসুন সেই রকমি একটা প্রশ্ন নিয়ে এসেছি আমরা …এই ছবিটিতে একটু ইঁদুর আছে যেটা খুঁজতে গেলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে.  .  এই ছবিতে একদিকে আছে একটি সাদা বেড়াল ।কিন্তু এই ছবিতে ইঁদুর টি কোথায় তাই সবাই ভাববেন ।হ্যাঁ ভালো করে দেখলে আপনি ঠিক এর উত্তর দেখতে পাবেন । .  এই ছবিটিকে একবার উলটে দেখুন ইঁদুর টিকে ঠিক বোঝা যাচ্ছে । এই প্রশ্নের উত্তর কেউ সহজে দেয়নি ।কিন্তু একটু চেষ্টা করলে সে ঠিক উত্তর দিয়ে দিয়েছে ।

IAS এর ইন্টারভিউ এ প্রশ্ন করেছিল, মেয়েদের শরীরের কোনটি আমরা খেতে পারি ? উত্তর জানলে অবাক হয়ে যাবেন।

IAS পরীক্ষায় এমন কিছু প্রশ্ন করা হল যা জানলে আপনি চমকে যাবেন । আপনারা সকলেই জানেন IAS পরীক্ষা কত টা কঠিন হয় ।সব পরীক্ষায় ভালো নাম্বার আনার জন্যে দিন রাত পড়া শুনা করতে হয় ।সেই রকমি IAS এমন একটি পরীক্ষা যাতে কঠোর পরিশ্রম না করলে আপনি পাস করতে পারবেন না আর পাশ করার পর আপনাকে ইন্টারভিউ ডাকা হয় আর সেখানে যা প্রশ্ন করা হয় জানলে চমকে যাবেন ।ইউটিউবের একটি ভিডিও তে দেখানে হয়েছে IAS ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয় আর তাদের মধ্যে একটু অবাক করা প্রশ্ন হল মেয়েদের কোন অঙ্গ টি আমরা খেতে পারি  ? সত্যিই মাথা ঘুরিয়ে দেয়ার প্রশ্ন আর এই প্রশ্নটা শুনে অনেকের মনে বাজে চিন্তা ভাবনাও আসতে পারে ।কিন্তু জানিয়ে রাখি এরকম চিন্তায় ফেলে দেয়ার মতোই প্রশ্ন হয়ে থাকে । এটার উত্তর টা হলো Lady Finger , যার বাংলায় মানে ঢেঁড়স ।